ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

শাহজাহান ওমর গ্রেপ্তার

শাহজাহান ওমর গ্রেপ্তার

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগের হয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসন থেকে এমপি হওয়া (২০২৪ ) ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের বাড়ি-গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। শেষে এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম।  

এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি শাহজাহান ওমরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুর আসার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। 

অপরদিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, ব্যরিস্টার শাহজাহান ওমরের নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে।