ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

বড়াইগ্রামে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে রিজভী

বড়াইগ্রামে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে রিজভী

গ্লোবাল টিভি ছবি

আবু মুসা, নাটোর: নাটোরের বড়াইগ্রামে স্থানীয় বিএনপি নেতা-কর্মিদের মারপিটের শিকার সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল কুমার মন্ডলের বাসায় গিয়ে পরিবারের সাথে কথা বলেছেন বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার দুপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল ইসলাম ও মাহাবুবুল ইসলামকে সাথে নিয়ে রিজভী আহমেদ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে যান।

সেখানে মারপিটের শিকার বনপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জলের পরিবারের সাথে কথা বলেন এবং শান্ত্বনা ও বিএনপির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। পরে নাটোর শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযুক্তদের ব্যাপারে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানান।

তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। কেউ যদি অপরাধি হয়, তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।