ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার : যা বললেন প্রেস সচিব

চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার : যা বললেন প্রেস সচিব

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চিন্ময় দাস গ্রেপ্তার হয়েছেন। তার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। 

সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, এ বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদের (সাংবাদিক) জানাবেন।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পুলিশের ভূমিকা নিয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অ্যালার্ট ছিল। কিন্তু পাবলিক এক্সপেকটেশনের কারণে আমরা আগের অবস্থান থেকে সরে এসেছি। পুলিশ লাঠিচার্জ করুক, এটাও সরকার দেখতে চায় না।

তিনি বলেন, আমরা মনিটর করছিলাম। সকালে একটা বাধাও দেয়া হয়েছিল। কিন্তু আগের মতো ড্রিল বা দমানোর মতো পদক্ষেপ পুলিশ নেয়নি। যে ঘটনা ঘটেছে, সেটা অনাকাঙ্ক্ষিত।