গ্লোবাল টিভি ছবি
আবু মুসা, নাটোর: নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন জানিয়েছেন,মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যান নাটোর-পাবনা মহাসড়কে উঠে পড়লে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক স্থানীয় ধানাইদহ গ্রামের আলফু(৫৫)।
এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে ট্রাক চালক মোস্তাকিম শেখ ও হেলাপারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধিন অবস্থায় পরে সেখানে চালক মোস্তাকিমের(২৩) মৃত্যু হয়। তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে।