ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার আরো দুই যাত্রী মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো সাত জনে। আহত একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি রেল গেটে এই দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে ফাঁড়ির ওসি ইমরান হোসেন জানান, নতুন করে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- বাকশিমুল গ্রামের আলী আহমদ ও হোসনে আরা। কুমেক হাসপাতালে ভর্তি ব্যক্তির নাম দেলোয়ার হোসেন।
এর আগে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে যাদের মৃত্যু হয় তারা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রাফিস মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আর একজনের মৃত্যু হয়। পরে আরো দুই জন হাসপাতালে মারা যান।
তিনি জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।