ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

টাকার অভাবে ওষুধ কিনতে পারছেন না আন্দোলনে গুলিবিদ্ধ মাহবুব

টাকার অভাবে ওষুধ কিনতে পারছেন না আন্দোলনে গুলিবিদ্ধ মাহবুব

গ্লোবাল টিভি ছবি

মোঃ ইউনুছ আলী, মাগুরা: মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন মাগুরা সদর উপজেলার উত্তর বীরপুর গ্রামের রফিকুলের ছেলে মাহবুব। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া মাহাবুব মাগুরা ভায়না মোড়ে অন্য ছাত্রছাত্রীদের সাথে অবস্থানকালে মাগুরা ডিসি কোর্ট মার্কেটের দিক থেকে আসা গুলিতে তার চোখ এবং বুক আঘাতপ্রাপ্ত হয়। চোখ এবং শরীরের ক্ষত কিছুটা ভালো হলেও নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে তাকে। কিন্তু টাকার অভাবে চোখের ওষুধ কিনতে পারছেন না। চোখে নিয়মিত দুইটি ড্রপ ব্যবহার করতে হচ্ছে। যার মূল্য পাঁচশত টাকা। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের নির্দেশনা থাকলেও এর সুফল থেকে বঞ্চিত মাহবুব।

জানা গেছে, আন্দোলনে আহত মাহবুব সরকারি হাসপাতালে আলাদা স্পেশাল ডেডিকেটেড কেয়ার ইউনিট বা কোনো সহায়তা পাননি। শরীরের চিকিৎসা চোখের ড্রপ ও অন্যান্য ঔষধ কেনার টাকা নেই মাহবুবের পরিবারের। টাকার জন্য দরিদ্র এই পরিবারটি  ঘুরছে দ্বারে দ্বারে।

আহত মাহাবুব বলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য কিছু টাকা দিলেও দলীয় বা সরকারি ভাবে অর্থনৈতিক সহযোগিতা থেকে বঞ্চিত রয়েছে তার পরিবার। তবে তাকে বাদী করে স্বৈরাচারী আওয়ামী দোসরদের বিরুদ্ধে দেয়া হয়েছে মামলা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার মোট ১০ জন শহীদ হয়েছেন। আহতদের সংখ্যা শতাধিক। আহতরা যেহেতু বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগছেন এবং তাদের অনেকেরই অস্ত্রোপচার করা হয়েছে,তাই তাদের অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণের প্রবল ঝুঁকিও রয়েছে।

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে কার্যকরী কোনো পদক্ষেপ করা হয়নি। অনেকেই টাকার অভাবে সুচিকিৎসা করতে পারছেন না।