গ্লোবাল টিভি ছবি
নিজস্ব প্রতিবেদক : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ডুয়েটিয়ান ডট কম আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ডুয়েটের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডুয়েটিয়ান ডট কমের প্রধান উপদেষ্টা এয়ার কমান্ডার (অব.) অধ্যাপক হোসাম ই হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এয়ার কমান্ডার (অব.) অধ্যাপক হোসেম ই হায়দার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদুল হাসান। অনুষ্ঠানে উপদেষ্টাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক তত্ত্বাবধায়ক জাকির হোসেন এবং মুহাম্মদ মঈনুল ইসলাম।
এছাড়াও ২৫তম বিসিএস তথ্য ক্যাডার প্রকৌশলী মো. কামাল হোসেন, এম শাহেদুল ইসলাম, অধ্যাপক ড. মনোয়ার হোসেন, ড. কাজী রফিকুল ইসলাম, আতিকুর রহমান, তুষার পাল, মোহাম্মদ দিদারুল ইসলাম, আইটেক ডিজাইন হাউজের প্রধান নির্বাহী মোহা: শহিদুল আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের কার্যক্রম এবং গঠনতন্ত্রের বিষয়ের স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী মোহাম্মদ মঈনুল ইসলাম।