গ্লোবাল টিভি ছবি
আবু মুসা, নাটোর: নাটোরের বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজারে নাটোর স্বার্থরক্ষা কমিটির উদ্যোগে উপজেলা প্রসাশন ও বড়াইগ্রাম পৌসভার আয়োজনে ব্যতিক্রমী জনতার বাজার উদ্বোধন করা হয়েছে। এ বাজার প্রতি সোমবার ও বৃহস্পতিবার চলবে।
ভোগ্যপণ্যের দাম দিনদিন ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষকে এ থেকে দুর্ভোগ লাঘবে জনতার বাজার চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লক্ষীকোল বাজারে এই জনতার বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর স্বার্থরক্ষা কমিটির বড়াইগ্রাম উপজেলা আহ্বায়ক সাজেদুল বাসার, জান্নাতুল ফেরদৌস মাহি ও সদস্য সুমন, সালাউদ্দিন অনিক ও স্কাউট সদস্য সোহাগ ও অন্যরা।
এসময় বাজারে পাতা কপি ৩৫ পিস,ফুল কপি ৪০ টাকা কেজি,আলু ৭০,পেয়াজ ১৫০,ডিম হালি ৪৮ কাচামরিচ ৭০,মুলা ২০ টাকা দরে বিক্রি হয়।