গ্লোবাল টিভি ছবি
এমএ কাইয়ুম, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের পাশেই অবৈধ ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করছে একটি চক্র। এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার একমাত্র প্রবেশের সড়কটিতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন দেখা দিয়েছে। সড়কটিতে যান চলাচল বন্ধ হলে কয়েক হাজার ছাত্রছাত্রীর পড়ালেখার ক্ষতি হবে, এমনটি মনে করেন এলাকাবাসী। পাশাপাশি বন্ধ হবে শিবচর-জাজিরার স্থানীয় যোগাযোগ ব্যবস্থা।
দীর্ঘদিন যাবত একই স্থান থেকে বালু উত্তোলন করার ফলে এই অবস্থার সৃষ্টি। ড্রেজার মালিক পক্ষকে ড্রেজার সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তা তারা মনেননি।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে ওই সড়কটিতে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান মুন্সী তার ঠিকাদারি সাইটের বালু ভরাটের জন্য ওই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন । এলাকাবাসীর বাধা উপেক্ষা করে পেশিশক্তির প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিজ স্বার্থ হাসিলের জন্য কাজটি করে যাচ্ছেন। এর আগে একবার শিবচর থানার পুলিশ এসে বালু উত্তোলন বন্ধ করে গেলেও পুনরায় বালু উত্তোলন শুরু হয়ে যায়।
ভুক্তভোগীদের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনানাস্থলে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনকে তথ্য অবহিত করা হয়। তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে নিষিদ্ধ ড্রেজারটি ধ্বংস বা জব্দ করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম এ বিষয়ে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।