ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ৬ জমাদিউস সানি ১৪৪৬

বেড়ায় বিএনপি নেতার গণসংযোগ

বেড়ায় বিএনপি নেতার গণসংযোগ

গ্লোবাল টিভি ছবি

আমিনুল ইসলাম জুয়েল, পাবনা : পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে দিনভর গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইউনুছ আলী (হাজী ইউনুছ)। তিনি  শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ নং এবং ৯ নং ওয়ার্ডে জনসভা করাসহ নানা শ্রেণি-পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন। তিনি স্থানীয় মসজিদে অনুদান দেন এবং স্থানীয় বেকারদের পাশে থাকবেন বলে উল্লেখ করেন। 

জনসভাগুলোতে হাজী ইউনুছ আলী বলেন, শেখ হাসিনা সরকারের এমপি-মন্ত্রীরা জনগণের সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচারসহ বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত ছিল। বিগত সরকার যে পরিমাণ অত্যাচার-নিপীড়ন করেছে তা এ দেশের মানুষ ভুলতে পারবে না। আওয়ামী লীগ সরকারে থাকা পলাতকদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সেই সঙ্গে দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিতে হবে। 

তিনি বলেন, নির্দোষ তারেক রহমান আওয়ামী সরকারের আক্রোশের শিকার হয়েছেন। তারেক রহমানকে নিয়ে নানা চক্রান্তের জাল ছড়ানো হয়েছে। বিএনপির দু:সময়ে আমি কর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। এখন আমরা একটা সুন্দর দিনের স্বপ্ন দেখি। সে স্বপ্ন বাস্তবায়নে বিএনপি নেতা- কর্মীদের ঐক্যের বিকল্প নেই।    

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবুল হোসেন, মোঃ  দেলোয়ার হোসেন, সাইদুল ইসলাম মন্ডল,  শহিদুল ইসলাম, আবু সাঈদ। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন  ৯ নং ওয়ার্ড সভাপতি দুলাল সরকার , সাংগাঠনিক সম্পাদক আমীর হোসেন, আয়ুব পরামানিক, মোঃ উজ্জ্বল মোল্লা, সোনা মিয়া পরামানিক, মাজেদুল পরামানিক প্রমুখ। 

এ সময় হাজী ইউনুছ আলী স্থানীয় মসজিদে অনুদান দেন এবং ৮ নং বিএনপির ওয়ার্ড অফিসের জন্য ঢেউটিন প্রদান করেন।