ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

আজ সর্বনিম্ন তাপমাত্রা যেখানে

আজ সর্বনিম্ন তাপমাত্রা যেখানে

ফাইল ছবি

নিজস্ব প্রতিদবেদক: পঞ্চগড়ে হিমেল বাতাসে হাড়কাঁপানো ঠান্ডা। জেলার তেঁতুলিয়ায় সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

সকাল ৯টার দিকে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও উত্তাপ অনেক নেই। কোথাও কুয়াশার চাদরে ঢাকা আছে প্রকৃতি। এসব এলাকায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়েই চলছে গাড়ি।

কয়েকদিন ধরেই পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীত বেড়েছে। দিনের বেলায় ঝলমলে রোদের দেখা মিললেও রাত থেকে সকালের অনেকটা সময় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে মানুষ গরম কাপড় পরিধান করছে।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তেঁতুলিয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।