গ্লোবাল টিভি ছবি
এমএ কাইয়ুম, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ এক নারী নিহত হয়েছেন। ঘটনা স্থল পরিদর্শন করে জানা যায়,মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে বুধবার বিকেল ৩টায় ছেড়ে আসে। পাঁচ্চর রেল বীজের উপর ট্রেনের ধাক্কায় ১১ মাসের কন্যাশিশু সহ লাইনের উপর লুটিয়ে পড়েন ঐ নারী। ট্রেনের চাকায় আটকে গিয়ে লাশ ৩০ মিটার দূরে গিয়ে পড়ে থাকতে দেখা যায়।
নিহত মিথিলা (১৬) দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা এলাকার বিল্লার সরদারের মেয়ে ও শিশু আয়শা মাদবরের চর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। তারা দুইজন সম্পর্কে খালা-ভাগ্নি বলে জানা যায়।
জানা যায়,এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ হিসেবে জানা যায়, এখানে বিকেল হলেই বিভিন্ন অঞ্চল থেকে ঘুরতে আসেন দর্শনার্থীরা। রেল লাইনের উপর হাঁটাহাটি ও লাইনে বসে গল্পগুজবসহ মোবাইলে আসক্তরা ভিডিও গেমস দেখায় মগ্ন থাকেন।
তবে স্থানীয়রা মনে করেন, লাইনের উপর উঠতে নিষেধাজ্ঞা থাকলে এমনটি হতো না। পাশাপাশি লাইনে নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়া প্রয়োজন বলে মনে করে সচেতন মহল।