ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

মোংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ

মোংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ

গ্লোবাল টিভি ছবি

সোহেল রানা বাবু, বাগেরহাট: সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সুদৃঢ় করতে বাগেরহাটের মোংলায় বিশাল সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বিগরাজ বাজার কেন্দ্রীয় মন্দির মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। 

তিনি বলেন, আমরা হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ সবাই বাংলাদেশী। দেশে মেজরিটি-মাইনরিটি বলে কোন কথা নেই। বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। বিএনপি সকল ধর্ম বর্ণ ও শ্রেনী পেশার মানুষদের সাথে নিয়েই রাজনীতি করে। বিএনপি নেতাকর্মীরা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নির্দেশনার রাজনীতি করে। কেউ কোন বিশৃঙ্খলা করলে তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে।  

সম্প্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মান্নান হাওলাদার, আবু হোসেন পনি, বাবুল হোসেন রনি, খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, বাবলু ভুঁইয়া, যুবদল নেতা সফরুল হায়দার সুজন ও আবুল কাশেম।

সম্প্রীতি সমাবেশে হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।