ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

পিলখানা হত্যায় হাসিনার বিচার হবে: আমান

পিলখানা হত্যায় হাসিনার বিচার হবে: আমান

গ্লোবাল টিভি ছবি

আরিফ সম্রাট, কেরানীগঞ্জ (ঢাকা): পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান। শুক্রবার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন যুবদলের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

আমান বলেন, পিলখানা হত্যাকাণ্ড একটি কলঙ্কজনক অধ্যায়। আওয়ামী লীগ সব সময় হত্যার রাজনীতি করে। তারা শুধু ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের জনগণের জীবন নিয়ে খেলেছে। কেরানীগঞ্জের রিয়াজসহ বহু নেতা-কর্মীকে হত্যা করেছে। শেখ হাসিনা এ সব হত্যার দায় এড়াতে পারবেন না।

তিনি বলেন, বিএনপি সব সময় উন্নয়ন, গণতন্ত্র ও শান্তির রাজনীতি করে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বিএনপি জনগণের অধিকার রক্ষায় সব সময় লড়াই করেছে এবং ভবিষ্যতেও করবে। গত ১৭ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। দিনের ভোট রাতে করেছে আওয়ামী লীগ। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা এখন পাশের দেশে আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করছেন। তবে এবার তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

তারানগর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজুর সঞ্চালনায় সভায়  বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দীন ফারুকি, থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক এম এ অভি ও মাহমুদুল হাসান আয়ুব।