ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

নোয়াখালীতে ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্ট

নোয়াখালীতে ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্ট

গ্লোবাল টিভি ছবি

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে নোয়াখালীতে দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। শুক্রবার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যদলয় মাঠে এ খেলার উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে নোয়াখালীর মুছাপুর একাদশ বনাম ফেনীর দক্ষিণ ডোমুরিয়া দিগন্ত সংঘ। 

খেলায় ৫ বলে ওভার এবং প্রতিটি দল ১০০ বল পর্যন্ত  খেলার সুযোগ রয়েছে। নোয়াখালীতে এই প্রথম এই খেলার আয়োজন করে মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন। খেলায় সারাদেশের ২৬টি দল অংশহণ করে। যাতে দেশসেরা ক্রিকেটার শুক্কুর আলী, জাবেদ, বোম শিপনসহ আরও জনপ্রিয় ক্রিকেটাররা অংশগ্রহণ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোঃ মাইন উদ্দিন সোহাগ। বিশেষ অতিথি ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইয়াসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরাফাতের রহমান হাসান, জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন প্রমুখ।