ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

নাটোরে আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম : মহাসড়ক অবরোধ

নাটোরে আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম : মহাসড়ক অবরোধ

গ্লোবাল টিভি ছবি

আবু মুসা, নাটোর: নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বঞ্চিতরা। তাদের অভিযোগ, চরতেবাড়িয়া আশ্রয়ণ প্রকল্পে মোট ১২০টি ঘর ছিলো। বিগত সরকারের সময় পুনঃনির্মাণের জন্য সবগুলো ঘর ভেঙে সেখানে ৯০টি ঘর নির্মাণ করে। এতে ৩০টি পরিবার বঞ্চিত হয়।

শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী আশ্রয়ণ প্রকল্পে গিয়ে স্বচ্ছল ও পতিত সরকারের সমর্থকদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন। এ নিয়ে বঞ্চিতদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এক পর্যায়ে দুপুর ১টার দিকে বঞ্চিতরা আহমেদপুর ব্রীজ এলাকায় নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ, জেলা প্রশসনের কর্মকর্তা ও সেনা সদস্যরা গিয়ে বিক্ষুদ্ধদের শান্ত করে আলোচনা বসলে যান চলাচল স্বাভাবিক হয়। 

জেলা প্রশাসক আসমা শাহীন জানান, বঞ্চিতদের সাথে আলোচনা করে সমাধান করা হবে। পাশাপাশি বাকি ৩০টি ঘর তৈরির জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।