ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

ড্রেনের ভেতরে আওয়ামী লীগ নেতার মরদেহ

ড্রেনের ভেতরে আওয়ামী লীগ নেতার মরদেহ

গ্লোবাল টিভি ছবি

মোঃফারুক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি ড্রেনের মধ্য থেকে নাচোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামরুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে কামরুল ইসলাম (৪২)।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে নাচোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বৃহস্পতিবার ভোররাতে হাঁকরইল মাঠের পেয়ারা বাগানের পাশে একটি ড্রেনে মৃত অবস্থায় পড়ে আছে বলে স্থানীয়রা পুলিশকে জানায়। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। 

তবে স্থানীয়রা জানায়, কামরুল ইসলাম নিয়মিত চোলাই মদ পান করতেন এবং তার বিষক্রিয়ায় তার মৃত্য হয়েছে।