গ্লোবাল টিভি ছবি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ’র আয়োজনে অনুষ্ঠিত হলো সংবাদ উপস্থাপকদের ‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালার গ্র্যান্ড ফিনালে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম অডিটোরিয়াম,বেইলি রোডে এই অুনষ্ঠানে এনবিএ প্রেসিডেন্ট ডা.সাকলাইন রাসেলের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব আবুল হায়াত।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিএ উপদেষ্টা শামসুদ্দিন হায়দার ডালিম,কাওসার মাহমুদ, মাহবুব হাসান, ডা.হাসান শাহরিয়ার কল্লোল, ভোকাল আর্টিস্ট সুমাইয়া কবির মেঘলা,সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। স্বাগত বক্তব্য দেন এনবিএ সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী।