ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

বিজয়ের মাস : ৯ ডিসেম্বর ১৯৭১

বিজয়ের মাস : ৯ ডিসেম্বর ১৯৭১

গ্লোবাল টিভি ছবি

মুক্তিযোদ্ধারা ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় এবং ডাকবাংলোয় অবস্থিত পাকিস্তানি সেনাক্যাম্পে একযোগে আক্রমণ করবে - এরকম সংবাদ পাকিস্তানি সেনা ক্যাম্পে পৌঁছালে ৯ ডিসেম্বর রাতেই পাকিস্তানি হানাদার বাহিনী আড়াইহাজার থেকে পালিয়ে যায়। আড়াইহাজারে ওড়ে স্বাধীন বাংলার পতাকা।

ডিসেম্বরের ৮ তারিখ রাত থেকেই মিত্রবাহিনীর ক্যাপ্টেন চৌহানের নির্দেশনায় মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ ও আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে পাকিস্তানি বাহিনীকে টার্গেট করে টাঙ্গাইল শহরের কৃষিফার্ম এলাকায় অ্যামবুশের পরিকল্পনা করেন মুক্তিযোদ্ধারা। 

তাদের অবস্থান টের পেয়ে ৯ ডিসেম্বর সকালে ময়মনসিংহের পথ ধরে পালাতে শুরু করে পাকিস্তানি বাহিনী। ঠিক এমন সময় গর্জে ওঠে মুক্তিসেনাদের রাইফেল। পাকিস্তানি সেনারাও পাল্টা গুলি চালায়। শুরু হয় সম্মুখ যুদ্ধ। আবু খাঁ, আব্দুস সাত্তার ও আব্দুর রশিদ নামে তিন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন সে যুদ্ধে। মুক্তিযোদ্ধাদের শেষ প্রতিরোধের মুখে পাকিস্তানি সেনারা এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়। আর এভাবেই শত্রুমুক্ত হয় নেত্রকোনা।