গ্লোবাল টিভি ছবি
রংপুর ব্যুরো : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফা সংস্কার দেশের জন্য দেশের মানুষের জন্য। সমাজের মানুষ দেশের মানুষ একসাথে হয়েছে বলেই আন্দোলন সফল হয়েছে। দেশকে পুনর্গঠন করতে চায় বিএনপি। দেশকে টিকিয়ে রাখতে হলে দলমত নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। রাজনৈতিক দলের কর্মী হিসেবে সবচেয়ে বড় পুঁজি হল জনগণের আস্থা, বিশ্বাস ও ভালবাসা।
রংপুর নগরীর শিল্পকলা একাডেমি মিলনআয়তনে রবিবার বিএনপির উদ্যোগে আয়োজিত রংপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণের সমর্থনকে যে কোনোভাবে অর্থাৎ ইতিবাচকভাবে বিএনপির পক্ষে রাখতে হবে। জনগণ যেভাবে বলবে, সেভাবেই পরিচালিত হতে হবে।
তারেক রহমান বলেন, দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে মিলে সরকার গঠন করলে সবাই সবার অধিকারের কথা বলতে পারবে। গণতন্ত্র আরো মজবুত হবে। বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে তা ধরে রাখতে সবাইকে চেষ্টা করতে হবে। নিজেদের মধ্যে কোনভাবে কোন্দলে জড়ানো যাবে না। এজন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিগত সময়ের মতো মানুষের পাশে দাঁড়াতে হবে।
রংপুরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা: মওদুুদ আলমগীর পাভেল হ কেন্দ্রীয় ও রংপুর বিভাগের জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।