ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গ্লোবাল টিভি ছবি

মো: শাহিদুজ্জামান সবুজ, ভালুকা (ময়মনসিংহ) : বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় রোর ফ্যাশন কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার পল্লী বিদুৎ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা বিক্ষোভ করেন তারা।

শ্রমিকরা জানান, কারখানার কর্তৃপক্ষ গেলো দুই মাসের বেতন পরিশোধ না করলে তারা প্রথমে কারখানার সামনে ও পরে মহাসড়কে অবরোধ শুরু করে বিক্ষোভ করেন। 

এসময় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল।