গ্লোবাল টিভি ছবি
রিপন গোয়ালা অভি, ময়মনসিংহ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী জয়নুল উৎসব-২০২৪ ও বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনী।
সোমবার সকালে বিশ্ববিদ্যলয়ের চারুকলা বিভাগের উদ্যোগে আয়োজিত চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড.মো জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া স্বাগত বক্তা ছিলেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মন ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো:জাহাঙ্গীর আলম বলেন, মানুষের মনস্তত্ত্বে চারুকলার প্রভাব যে কত খানি তা আমরা জুলাই - আগষ্ট বিপ্লবের মাধ্যমে প্রমাণ পাই । চিত্রকর্মের মাধ্যমে জয়নুল আবেদীন বাংলাদেশ সহ সারা পৃথিবী ব্যাপী সমাদৃত । তার কৃতকর্ম মধ্যে সংগ্রাম , দুর্ভিক্ষ চিত্রমালা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করবে সবসময়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
এছাড়া চারুকলা অনুষদ ও চারুকলা বিভাগের আয়োজনে ৯ ডিসেম্বর শুরু হওয়া বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনীতে আগামী ৩ দিনব্যাপী চারুকলা বিভাগের শিক্ষার্থীদের বছরব্যাপী তৈরি শিল্পকর্ম প্রদর্শিত হবে।