ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। এছাড়াও শিক্ষার্থী নির্যাতন, চাঁদাবাজিসহ নানা অভিযোগের পাহাড় জমে আছে রিভার বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রবিবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তার দুইদিনের রিমান্ড মঞ্জু করেছে আদালত।
চলতি বছরের জুলাই মাসে কোটাবিরোধী আন্দোলন শুরু হলে ইডেনের হলে হলে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে যেতে বাধা দেন রিভার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৫ জুলাই হলে হলে হামলার শিকার হন আন্দোলনকারীরা। ভুক্তভোগীরা জানান, হামলার নেতৃত্বে ছিলেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, ছাত্রলীগ নেত্রী আয়শা ইসলাম মীম, কল্পনা ও জেরিন আক্তারসহ ৪০-৫০ জন নেতাকর্মী।
বিভিন্ন সময় ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ না করলে ছাত্রীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন রিভা। এসব ঘটনায় কেউ মুখ খুলতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থীদের বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া হল ক্যান্টিন, ইন্টারনেট কোম্পানি ও কলেজের ফুটপাতের দোকানেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, রিভার নেতৃত্বে শুধু ২০২২ সালের আগস্ট মাসেই ওয়াইফাই প্রোভাইডার, কলেজ ও হল ক্যান্টিন এবং ফুটপাতের দোকান থেকে ৮ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে কলেজ ছাত্রলীগের নেতাদের মধ্যে তীব্র অন্তর্কোন্দলের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের আবাসিক হলে থাকার জন্য সিটপ্রতি মাসিক টাকা নিতেন রিভা।