ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১ | ১০ শা‘বান ১৪৪৬

জয় বাংলা লিখে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

জয় বাংলা লিখে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

গ্লোবাল টিভি ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও   হরুনুর রশীদের বাড়ির সামনে দেয়ালে জয় বাংলা লিখে তার ভিডিও করে সোশাল মাধ্যমে প্রচার করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মুন্সি নজরুল ইসলাম সুজন। পরে ১৬ ডিসেম্বরে  ভোরে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মো. রইস উদ্দিন।

স্থানীয় সূত্রে জানাগেছে, সাবেক এমপি হারুনুর রশীদের পাঠান পাড়ার বাড়ির সামনের দেয়ালে রং দিয়ে জয় বাংলা লেখেন মুন্সি নজরুল ইসলাম সুজন। তার লেখার সম্পপূর্ণ ভিডিও ধারণ করে সোশিাল মাধ্যমে ছাড়িয়ে দেন তিনি। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মুন্সি নজরুল ইসলাম সুজন পৌর এলাকার আরামবাগ মহল্লার মুন্সি ইব্রাহীমের ছেলে।  

ওসি মো.রইস উদ্দিন বলেন, মুন্সি নজরুল ইসলামের বিরুদ্ধে সদর মডেল থানায় কয়েকটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।