গ্লোবাল টিভি ছবি
ফয়জুল ইসলাম পিংকু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক পদে মো. ইসরাইল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকালে উন্মুক্ত কাউন্সিল অধিবেশনে এ দুইটি পদে আর কোনো প্রার্থী না থাকায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়।
সকালে কুরআন তিলাওয়াত, জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও সাবেক এমপি লায়লা বেগম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি সোহেল, সম্পাদক ইসরাইল
ফয়জুল ইসলাম পিংকু
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক পদে মো. ইসরাইল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকালে উন্মুক্ত কাউন্সিল অধিবেশনে এ দুটি পদে আর কোনো প্রার্থী না থাকায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়।
সকালে কুরআন তিলাওয়াত, জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও সাবেক এমপি লায়লা বেগম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
প্রথম অধিবেশন সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইসরাইল মিয়া।