গ্লোবাল টিভি ছবি
শব্দকথা প্রকাশনের আয়োজনে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘শব্দকথা সাহিত্য উৎসব-২০২৪’। শুক্রবার শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন।
বিশেষ অতিথি ছিলেন গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী, অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, চলচ্চিত্র অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ, শিশুসাহিত্যিক আতিক হেলাল ও কথাসাহিত্যিক আয়েশা আহমেদ। আখতার উজ্জামান সুমন, তনিমা রহমান ও কেইএম তালুকদার তোফায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন কবি এস এম মিজান, প্রকাশক মাহাবুবা লাকী, আইভী মামুন, আবু সাঈদ শিপন প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন রবিউল মাশরাফী, সাফিয়া খন্দকার রেখা, আলমগীর ইসলাম শান্ত, তাসলিম জাহান তমা, সালমান আতাউর, ফাতেমা সুলতানা সুমি, প্রতত সিদ্দিক, ফাতেমা জুঁই, স্বাগতা পাল চৌধুরী, ফাতেমা ইয়াসমিন।
এ সময় ‘শব্দকথা সাহিত্য পুরস্কার-২০২৪’ প্রদান করা হয়। নগদ অর্থসহ পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় কবি নুরে আলম চৌধুরী, কথাসাহিত্যে তানজিম তানিম এবং শিশুসাহিত্যে নূর আলম গন্ধী।
অনুষ্ঠানে ত্রৈমাসিক শব্দকথা’র উৎসব সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন অবিনাশ বাউল, আফরোজা ঝুমুর, মাহিন সারোয়ার, গোপী মোহন দাস, হাবিব খোকন, ইয়াছিন মাহমুদ।