ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১ | ১০ শা‘বান ১৪৪৬

নারায়ণগঞ্জের ডিসির বদলির আদেশ বাতিল

নারায়ণগঞ্জের ডিসির বদলির আদেশ বাতিল

সংগৃহীত ছবি

মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

এর আগে গত ৩০ ডিসেম্বর কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

নারায়ণগঞ্জে মাহমুদুল হক দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিশেষভাবে আলোচনায় আসেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করার জন্য।