গ্লোবাল টিভি ছবি
মো: রাজিবুল হাসান জুয়েল, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় কয়েদি ও আসামিদের জন্য কোর্ট হাজতখানা লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লাইব্রেরিটি উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাহাবুব-উল-আলম স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.তাছিম বিল্যাহ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, মানিক দাস, মুহসিনা হোসেন তুষি, দুরদানা রহমান, শহিদুল ইসলাম, সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট তোতা মিয়া, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো.জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা।