ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

অভিনেত্রী নিপুণ আটক

অভিনেত্রী নিপুণ আটক

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আলোচিত অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।

চিত্রনায়িকা নিপুণ আক্তারকে লন্ডন যাওয়ার সময়  বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।। এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বাতিল করা হয়েছে তার লন্ডনযাত্রা।

ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে আত্মগোপনে থাকেন নিপুণ।