ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১ | ১০ শা‘বান ১৪৪৬

পৃথিবীর কোনো দেশে রাজনৈতিক দলের এত শাখা নেই : তৌহিদ

পৃথিবীর কোনো দেশে রাজনৈতিক দলের এত শাখা নেই : তৌহিদ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাইরের দেশগুলোতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ, পৃথিবীতে আর কোনো রাজনৈতিক দলের সারাবিশ্বে এতো শাখা নেই। পৃথিবীর সব দেশেই দেশীয় এ দলগুলোর শাখা আছে। যা বিদেশে বাঙালীদের ইমেজ নষ্ট করে।

শনিবার (১১ জানুয়ারি) সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স’ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, বিদেশে এমন শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ইমেজ ও ব্রান্ডিংয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্রান্ডিং করতে চাইলে আমাদের ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে যা বিশ্বের দরবারে দেশের খারাপ প্রভাব ফলছে।

পররাষ্ট্র উপদেষ্টার অভিযোগ, অধিকাংশ মিথ‍্যা তথ‍্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। আর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা।

তৌহিদ হোসেন বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে চায়।