গ্লোবাল টিভি ছবি
মো: শাহিদুজ্জামান সবুজ, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়ে মাদ্রাসার এক প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাপরবাড়ী গ্রামে সামছুদ্দিন মাস্টারের ছেলে প্রভাষক মোজাহিদুর রহমান সুহেলের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে বাড়ির মালিককে বেঁধে ও অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে এবং সায়েরা নামে এক শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়ে নগদ টাকা ও অলংকারসহ প্রায় পনের লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।