ফাইল ছবি
আবদুল হাকিম, বান্দরবান: বান্দরবানের লামায় অপহৃত সাত শ্রমিককে পাহাড়ের বমুখাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় যৌথ বাহিনীর সদস্যরা সুস্থ অবস্থায় তাঁদের উদ্ধার করেন।
স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মঙ্গলবার গভীর রাতে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং খাল এলাকায় খামার থেকে অস্ত্রের মুখে তামাকচাষি সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। তারা সবাই চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়া, মানিকপুর এলাকার শ্রমিক। তারা খামারে কাজ করতে গিয়েছিলেন। অপহরণকারীরা তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অপহৃত শ্রমিকদের উদ্ধারে পাহাড়ের বমুখাল এলাকার জঙ্গলে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। এ সময় অস্ত্রধারীরা তাদের ছেড়ে দিয়ে পালিয়ে গেলে গ্রামের পাশের এলাকা থেকে যৌথ বাহিনী উদ্ধার করে।
অপহৃত শ্রমিকরা হলেন- মো. আমিন (৩৫), তাঁর ছেলে মো. সাকিব (১৪), মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), খামারমালিকের ছেলে মো. জাভেদ (২৬), আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)।