ফাইল ছবি
সোহেল রানা বাবু, বাগেরহাট : বাগেরহাটের মোংলায় সড়কের উপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোংলা-পেড়ীখালী সড়কের চাপড়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক থাকায় তাকে খুলনায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, পার্শ্ববর্তী খুলনার লাউডোব থেকে ধান কেটে ভটভটিযোগে মোংলার সোনাইলতলা গ্রামের বাড়ীতে আসছিলো কৃষকেরা। পথিমধ্যে চাপড়া এলকায় সড়কের উপর রাখা পাথরের সাথে ধাক্কা লেগে ভটভটিটি উল্টে যায়। এতে ভটভটির ড্রাইভারসহ ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন ভটভটিতে থাকা অন্য দুই যাত্রী। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, নিহতদের লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।