গ্লোবাল টিভি ছবি
মো.মনিরুল আলম: রাজধানীর ডেমরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে বৃহস্পতিবার ঠুলঠুলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের ওই এলাকাটিতে এদিন নিউ কালার ওয়াশিং, এশিয়ান প্লাস বেকারি, নিউ জিন্স ওয়াশিং ও একটি চুন কারখানাসহ মোট ৪টি শিল্পকারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১০০ ফিট অনিরাপদ এমএস বিতরণ পাইপসহ প্রায় ৬০ ফিট হোস পাইপ জব্দ করা হয়েছে। এদিন ওই কারখানাগুলোতে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করাও হয়।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ (ডেমরা-নিউমার্কেট) এর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. এরশাদ মাহমুদ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।