ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

সাইফের উপর হামলা : যা বললেন কারিনা

সাইফের উপর হামলা : যা বললেন কারিনা

ফাইল ছবি

ভারতের মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজের বাসায় দুর্বৃত্ত হামলা চালিয়েছিল বলিউড তারকা অভিনেতা সাইফ আলী খানের উপর। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারও হয়েছে। স্বামীর এমন কঠিন পরিস্থিতিতে খুবই দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

সংবাদমাধ্যমের খবর, বাড়িতে লুকিয়ে থাকা দুষ্কৃতি আক্রমণ করেছে সাইফের উপর। 

এদিকে স্বামীর উপর হামলার ঘটনায় বিষয়টি নিয়ে কথা বলেছেন স্ত্রী কারিনা কাপুর। ইনস্টাগ্রামে এক পোস্টে অস্থির সময়ের কথা জানিয়েছেন। বলেছেন, দিনটি পরিবারের জন্য চ্যালেঞ্জিং ছিল। এখনো ঘটনা সম্পর্কে বুঝে উঠতে পারছেন না। এ কারণে মিডিয়ার কাছে অনুরোধও করেছেন তিনি।

কারিনা কাপুর লিখেছেন, সংবাদমাধ্যমের কাছে বিনীত অনুরোধ, অনুগ্রহ করে ধারণার ওপর কোনো সংবাদ প্রকাশ করবেন না। সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সময় দিন আমাদের। এ সহযোগিতার জন্য আগেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।

মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি ভবনে থাকেন বলিউড তারকা সাইফ। পুলিশ সূত্র থেকে জানা গেছে, হামলাকারী ফায়ার সেফটি রুট ব্যবহার করে প্রবেশ করেছিল বাড়িতে। এরপর সাইফ-কারিনার দুই সন্তান তৈমুর ও জেহ’র ঘরে ঢুকে পড়ে। তাদের দেখভাল করা গৃহকর্মীর সঙ্গে হাতাহাতিও হয়। এ সময় সেখানে পৌঁছান সাইফ। আর তখনই তার ওপর হামলা চালায় আক্রমণকারী। ছুরি দিয়ে বেশ ককেবার আঘাত করে। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে অভিযুক্তকে।