ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১ | ১০ শা‘বান ১৪৪৬

পটুয়াখালীতে নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী : পটুয়াখালী পুলিশ লাইনসের নারী ব্যারাক থেকে এক নারী কনস্টেবলের (বিপি-০৩২৩২৫১১৯৬) ঝুলন্ত মরদেহ  উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে তার সহপাঠি তাকে খুঁজতে এলে রুমের দরজা খুলেই ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পান তাকে। 

পরে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ মাইনুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিবারের সামনে মরাদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। 

জানা যায়, কনস্টেবল তৃষা বিশ্বাস (২২) মাদারিপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তিনি ২০২৩ সালের ৯ নভেম্বর চাকুরিতে যোগদান করেন। তিনি পারিবারিক কারণে মানসিক বিপর্যস্ত ছিলেন। কয়েকদিন আগে ওই নারী কনস্টেবল চিকিৎসকের শরনাপন্ন হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নেননি।