ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১ | ১০ শা‘বান ১৪৪৬

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিল ৪০। এবার ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫।

সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তিতে গত শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনেও এসএমএস বার্তায় ফল জানিয়ে দেয়া হয়। আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ফলাফল পাঠানো হচ্ছে।

অংশগ্রহণকারী ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। সে হিসেবে পাশের হার ৪৫.৬২ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ১৫৯ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬.৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩.১৩ শতাংশ।

এবার আবেদন জমা পড়েছিল ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিক্যালে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এই বছর ১টি আসনের জন্য ২৫ জন (২৫.১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

এ বছর ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৩৭২ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

পার্বত্য অঞ্চল ব্যতিত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নং ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমাণকসমূহ স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ান্তে পরবর্তীতে প্রকাশ করা হবে।

সরকারি মেডিক্যাল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।