ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১ | ১০ শা‘বান ১৪৪৬

ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া শুরু করেছে হামাস

ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া শুরু করেছে হামাস

ফাইল ছবি

গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে রবিবার থেকে। এর অংশ হিসেবে বেশ কিছু জিম্মিকে মুক্তি দিয়েছে উভয় পক্ষ। আগামী শনিবার থেকে ধাপে ধাপে আরো ৯০ জনের বেশি জিম্মি মুক্তি দেবে হামাস। 

ইসরায়েলের সঙ্গে এই মাসে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস মুক্তি দিচ্ছে বন্দিদের। এই প্রক্রিয়া গাজায় ১৫ মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে।  

এই মাসে ইসরায়েল ও হামাস একটি তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে, যা গাজায় চলমান যুদ্ধের ইতি টানতে পারে। যুদ্ধবিরতি রোববার কার্যকর হওয়ার পর হামাস তিনজন ইসরাইলি জিম্মি মুক্তি দিয়েছে। ইসরায়েলও পাল্টা পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে।  

এই চুক্তিতে ছয় সপ্তাহব্যাপী একটি প্রাথমিক যুদ্ধবিরতির ধারা রয়েছে। এর মধ্যে ধাপে ধাপে ইসরায়েলি সেনারা গাজা থেকে প্রত্যাহার করবে এবং বন্দিদের মুক্তি দেবে।