ফাইল ছবি
মো.মনিরুল আলম: রাজধানীর ডেমরায় আপন ভাই-ভাতিজা ও তাদের পরিবারের অন্যান্য সদস্যের কিল-ঘুষিতে মো.আব্দুল আউয়াল (৬০) নামে এক প্যাকেজিং পিন কারখানার শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বাড়ির দলিল চাওয়াকে কেন্দ্র করে বুধবার বেলা ১১টার দিকে মীরপাড়া মারিয়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। আউয়াল ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে।
স্টাফ কোয়ার্টার হলিএইড হাসপাতাল থেকে মৃতের লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত মৃতের ছোট ভাই মতিনকে আটক করলেও অন্যরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মৃতের মেয়ে আরফিন আক্তার ইতি অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে ডেমরা থানায় হত্যা মামলা দায়ের করেন। আসমিরা হলেন-মতিন (৫২) তার ছেলে রাকিবুল ইসলাম রাকিব (১৯), স্ত্রী রোকসানা আক্তার লেভী (৪০), মেয়ে খাদিজা আক্তার (১৯), ছোট ভাই মোশারফ হোসেন (৫০) ও আরেক চাচী নাসরিন আক্তার (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত আব্দুল আউয়াল তার তিন মেয়েকে বসত বাড়ি লিখে দেয়ার জন্য ছোট ভাই মতিনের কাছে বুধবার সকালে বাড়ির জমির আসল দলিল চায়। এ সময় দলিল দিতে অস্বীকার করায় তাদের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা মারামারির এক পর্যায়ে ভাই-ভাতিজা ও বাকিদের কিল—ঘুষি খেয়ে অচেতন হয়ে পড়েন আউয়াল। পরিবারের লোকজন হলিএইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আউয়ালকে মৃত ঘোষণা করেন।