ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

‘নির্বাচন কমিশন সৎ হলে অংশীজনরাও সৎ থাকবে’

‘নির্বাচন কমিশন সৎ হলে অংশীজনরাও সৎ থাকবে’

গ্লোবাল টিভি ছবি

সোহেল রানা , নীলফামারী: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন খারাপ হলে শুধু নির্বাচন কমিশনারের বদনাম হয় না। বদনাম হয় নির্বাচনে সংশ্লিষ্ট সকলের। নির্বাচন কমিশন একটি পাত্র, সে যে রঙ ধারণ করবে তার অধীনস্থ সকলে পানির মতো সেই রঙ ধারণ করবে। 

তিনি বলেন, চাইলেও পূর্বের নির্বাচনে যারা সম্পূর্ক্ত ছিলো, তাদের ফায়ার করে দিতে পারবো না, তবে যাচাই করা যাবে, কারা অংশীজন বনে গিয়েছিলো আর কারা বাধ্য হয়েছিলো। তবে নির্বাচন কমিশনাররা শক্ত, সৎ ও নিষ্ঠাবান থাকলে তার অধীনস্থ কর্মকর্তা ও অংশীজনরাও সৎ থাকতে বাধ্য থাকবে।

সোমবার নীলফামারী সরকারি কলেজ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে তথ্য সহকারী, সুপার ভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে কোন অন্যায় সহ্য করা হবে না। 

তিনি জানান,  নির্বাচনে নিরাপত্তা জোরদারে সশস্ত্র বাহিনী ও বিএনসিসির সদস্যদেরও সংযুক্ত করার পরিকল্পনা করবে নির্বাচন কমিশন।

এসময় উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ সাহবুবুর রহমান ভূঁইয়া।