গ্লোবাল টিভি ছবি
রংপুর ব্যুরো: সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনের শর্ত ভঙ্গ করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ফ্যাসিবাদি কায়দায় পরিচালনার বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের অব্যাহত দাবির মুখে অবশেষে রংপুর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ ময়নুল হক।
দেড় শতাধিক গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় রংপুরে কর্মরত দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা নেতৃবৃন্দও সেখানে উপস্থিত হন।
দায়িত্বভার গ্রহন করে এডিসি ময়নুল হক বলেন, গঠনতন্ত্রের আলোকে রংপুরের যোগ্য ও আগ্রহী সাংবাদিকবৃন্দকে সদস্য করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী বলেন, রংপুরে প্রায় ২শ সাংবাদিক কর্মরত। কিন্ত প্রেসক্লাবের সদস্য ছিলেন মাত্র ৩২ জন। এছাড়াও আরো অনেক অনিয়মের কারণে এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই।