ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

কঙ্গোতে ‘বিদ্রোহে’ ৫ দিনে নিহত ৭০০

কঙ্গোতে ‘বিদ্রোহে’ ৫ দিনে নিহত ৭০০

ফাইল ছবি

কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ে ৫ দিনেই অন্তত ৭০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহীরা নর্থ কিভু প্রদেশের রাজধানীটি দখল করে নেয়ার সময় দুই হাজার ৮০০ জন আহত হয়েছে। বলেছেন বৈশ্বিক এ সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক।

বিদ্রোহীরা এখন দক্ষিণে সাউথ কিভুর রাজধানী বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, জানিয়েছে বিবিসি।

দেশটির পূর্বাঞ্চল ঘিরে সংঘাত-সংঘর্ষ ১৯৯০ এর দশক থেকেই চলে আসছে, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি চরম আকার ধারণ করেছে।

এই দুই পক্ষের সংঘর্ষে কেবল গত রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই অন্তত ৭০০ জন নিহত হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর অংশীদারদের মূল্যায়ন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সরকারের দেওয়া তথ্যের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য দেন দুজারিক।

নিহতের এই সংখ্যা সামনের দিনগুলোতে অনেক বাড়বে, সতর্ক করেন জাতিসংঘের এই মুখপাত্র।