ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রহায়ণ ১৪৩২ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেন আরো ৪১ জন

 জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেন আরো ৪১ জন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ৪১ জন বাড়ানো হয়েছে। যার ফলে এ কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জনে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য বাড়ানোর এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে (চেতনা) সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে আরও ৪১ জনকে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে। এতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য দাঁড়ালো মোট ১৮৮ জনে।