সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খালগুলো উদ্ধার করে ‘ব্লু নেটওয়ার্ক’ গড়ে তোলারে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বর্ষার আগেই ১৯টি খালে পানি প্রবাহ ফিরবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন করা হয় বাউনিয়া খাল খননের কাজ। অনুষ্ঠানে ছিলেন আরও দুই উপদেষ্টা। তারা হলেন- শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তারা বলেন, সব সমস্যার সমাধান করতে পারবে না অন্তর্বর্তী সরকার। তবে পরিকল্পনা করে দেয়া হবে। ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যা হবে রাজধানীর জন্য রোল মডেল।
তারা বলেন, খালগুলো দিয়ে নৌযান চালানো হলে, ঢাকার যানজট অনেকটাই দূর করা সম্ভব। হাতিরঝিলে কিছু নৌযান চলছে, যা জনপ্রিয়ও হয়েছে। অনেকের কাছেই এই নৌযান স্বস্তি নিয়ে এসেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হচ্ছে। খাল খনন কাজ শুরু হবে আগে, এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধার করার সময় অনেক বাধা আসবে। তবে তা সবাইকে মিলে রুখতে হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা চাই খালগুলো হবে প্রাণকেন্দ্র। এই খালে মশা ছাড়া কিছুই নেই। আমরা স্থানীয়দের নিয়ে কমিটি করে দেব। তারাই খাল দখল ও দূষণ রোধে কাজ করবে। খালের পাড়ে সবুজ ফিরিয়ে আনার চেষ্টা করব। একইসঙ্গে খালে মাছ যাতে বাঁচে সেই ব্যবস্থা করতে হবে। আমরা আশা করি, চলতি বর্ষার আগে ১৯টি খালের পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারব। আমরা এই ১৯টি খাল নিয়ে একটি মাস্টারপ্ল্যান করার পরিকল্পনা করছি।