ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

৯ বছর পর নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি

৯ বছর পর নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি

গ্লোবাল টিভি ছবি

আবু রায়হান সরকার: ৯ বছর পর নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এ কমিটির নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি হায়দার বিএসসি, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।

নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালী জেলার মাটি ও গণমানুষের নেতা মোহাম্মদ শাহজাহানের পরামর্শে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত নোয়াখালী জেলায় আন্দোলন সংগ্রামে যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিএনপি ঐক্যবদ্ধ কাজ করবে। 

উল্লেখ্য, ২০১৭ সালে ২৩ এপ্রিল নোয়াখালী জেলা বিএনপির ১৫১ সদসস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।