ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

মহাখালীতে বিজিবি মোতায়েন

মহাখালীতে বিজিবি মোতায়েন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন অবরোধে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার মহাখালীতে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকে যায়।  

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকা অবরোধ করেছে। 

শিক্ষার্থীদের অবরোধের ফলে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে। মহাখালী রেলক্রসিং এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

রেলপথ অবরোধের পাশাপাশি তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন কর্মসূচিও চলছে।