ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

ঢাকায় স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার সুপারিশ টাস্কফোর্সের

ঢাকায় স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার সুপারিশ টাস্কফোর্সের

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার গঠিত বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণবিষয়ক টাস্কফোর্স।

টাস্কফোর্স কমিটির পক্ষ থেকে এই সুপারিশসংবলিত একটি প্রতিবেদন গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়। যেটির কিছু অংশ প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।

প্রতিবেদনে টাস্কফোর্স সুপারিশ করে বলেছে, স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা যেকোনো গুরুত্বপূর্ণ শহরের জন্য অপরিহার্য। তবে ঢাকার জন্য এ ধরনের উদ্যোগ নেয়া হলেও তা আলোর মুখ দেখেনি। ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিয়ন্ত্রণের জন্যও স্বয়ংক্রিয় ব্যবস্থা জরুরি। যেটি পথচারীদের জন্যও সহায়ক হয়। এটি সহজেই কার্যকর করা যাবে এবং তাৎক্ষণিক সুবিধা পাওয়া যাবে।

উন্নত ট্রাফিক সিগন্যাল প্রযুক্তি এবং ডেটা বিশ্লেষণ ব্যবহার করে সড়কবাতি ‘রিয়েল টাইম’ ব্যবস্থা সড়কে শৃঙ্খলা আনবে। ঢাকার বিশৃঙ্খল সড়কে শৃঙ্খলা আনতে এটি জরুরি। এই অবকাঠামোগত উন্নয়ন মানুষের যাত্রাপথকে মসৃণ করবে। পাশাপাশি নগর উন্নয়ন ও বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করতে ভূমিকা রাখবে।