গ্লোবাল টিভি ছবি
মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের বাড়ি থেকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে তিন ডাকাতকে ধরে পুলিশকে সোপর্দ করেছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ২.৩০টায় আড়াইহাজার পৌরসভার ঝাউগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওসমানের ছেলে রাকিব ডাকাতের বাড়িতে জন্য কয়েকজন ডাকাত জড়ো হয়। এ সময় এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়। তখন গ্রামবাসী চতুর্দিক থেকে এসে ৩ ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃতরা হলো- সাতগ্ৰাম ইউনিয়নের চারগাও গ্রামের বোরহানের ছেলে হিমেল (৩০), একই গ্রামের আফজালের ছেলে জয়নাল (২৫) এবং পুরিন্দা এলাকার তমিজদ্দিনের ছেলে তামিম মোল্লা (৩৫)।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, তাদেরকে এক ডাকাতের বাড়ি থেকে আটক করা হয়েছে। তাদেরকে ৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।