গ্লোবাল টিভি ছবি
মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া : দেশব্যাপী বুলডোজার কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ও কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি কলেজের প্রশাসনিক ভবণের পাশে থাকা ভাস্কর্যে ভাঙচুর চালায়।
এসময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব সালমান ইসলাম, যুগ্ম আহবায়ক রিফাত হোসেন অনিক পিন্টু, যুগ্ম আহবায়ক রাহিম আলম, যুগ্ম আহবায়ক রেশব আহমেদ ও বৈষম্য ছাত্র প্রতিনিধি বাইজিদুর রহমান সিয়াম, মোহাইমিনুল আজমিন, আতিকুর আলম শান্ত, সোলতান নাইম উদ্দিন, তাসিন আরাফাত তন্নয়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসসয় বক্তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রু বিচারের আওতায় আনার দাবি জানান।