ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির ক্রীড়া প্রতিযোগিতা

ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির ক্রীড়া প্রতিযোগিতা

গ্লোবাল টিভি ছবি

আরিফ সম্রাট, কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের বেউতা এলাকায় ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির নিজস্ব ক্যাম্পাসে বৃহস্পতিবার দুপুরে এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের চেয়ারম্যান সঞ্জয় রাজ। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সঞ্জিত কুমার চক্রবর্তী। 

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি নিয়মিতভাবে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আয়োজন করে আসছে, যা তাদের পেশাগত দক্ষতা ও ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।